1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

ভারতীয় কন্ডিশনে পেস-অলরাউন্ডার হওয়া কঠিন: ক্যালিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

দীর্ঘদিন হলো একজন পেস-অলরাউন্ডারের অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক অঙ্গনে বহু ম্যাচে পেস-অলরাউন্ডারের অভাবে জেতা ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। দলে পেস-অলরাউন্ডার না আসার কারণ হিসেবে ভারতীয় কন্ডিশনকেই দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। পেস অলরাউন্ডার ক্যালিস বলেন, ‘ভারতীয় কন্ডিশনে পেস-অলরাউন্ডার তৈরি হওয়া খুবই কঠিন। কারণ এখানকার উইকেট পেসবান্ধব নয়।’a7stdap[]

ভারতের ইতিহাসে সেরা পেস-অলরাউন্ডারের তালিকায় সবার আগে নাম আসবে সাবেক অধিনায়ক কপিল দেবের। ব্যাট-বল, দুই পরিসংখ্যানেই শক্তপোক্ত কপিলের পারফরমেন্স। ১৯৯৪ সালে কপিলের বিদায়ের পর ভারত আর কোনো নির্ভরযোগ্য অলরাউন্ডার পায়নি। মাঝে পেস-অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণের পথেই হাঁটচ্ছিলেন ইরফান পাঠান। কিন্তু সেটিও থমকে দাঁড়ায় শুরুর কিছুদিন পরই। তাই কপিলের মত নির্ভরযোগ্য পেস-অলরাউন্ডারের অভাবটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে ভারত।

তবে ভারতে পেস-অলরাউন্ডার না হওয়ার জন্য তাদের কন্ডিশনকে দুষছেন প্রোটিয়া দলের সাবেক খেলোয়াড় ক্যালিস। তার মতে, ‘ভারতীয় কন্ডিশনে পেস-অলরাউন্ডার তৈরি করা অসম্ভব। ভারতে আমি অনেকবার সফর করেছি। এখানকার কন্ডিশন সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। ভারতের পিচ পেসবান্ধব নয়। গরম এবং তাপমাত্রা একজন ক্রিকেটার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে একইভাবে দক্ষতার উপর নজর দিতে হয়। সেই সাথে শারীরিক গঠনেরও প্রয়োজন রয়েছে। কারণ একজন অলরাউন্ডারকে ব্যাটিং-বোলিং দু’বিভাগেই অনেক বেশি কষ্ট করতে হয়। এজন্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে, শারীরিকভাবে ভালো গঠনের হতে হয়, যা ভারতের কন্ডিশনে বেশ কঠিন।’

টি-২০’র প্রভাবে বর্তমানে বিশ্বের সব দলেই বেশক’জন অলরাউন্ডারের আনাগোনা দেখা যায়। তবে এদের কেউই খাঁটি অলরাউন্ডারের তালিকাতে পড়েন না বলে জানালেন ক্যালিস। তিনি বলেন, ‘বর্তমানে অনেক অলরাউন্ডার রয়েছে। কিন্তু কেউই খাঁটি অলরাউন্ডার নয়। আর যারা আছে, তাদের অনেকই জানে না তারা কি ধরনের অলরাউন্ডার। স্পিনার নাকি পেসার। যারা বোলিং-অলরাউন্ডার, তারা বোলিংটা ভালো পারলেও ব্যাটিং-এ দুর্বল থাকে। আবার যারা ব্যাটিং-অলরাউন্ডার হিসেবে প্রকাশ করে, তারা ব্যাটিং ভালো পারলেও বোলিংটা পুরোপুরি পারে না। তাই বর্তমানে ব্যাট-বোলিং দু’বিভাগেই শক্তপোক্ত হতে পারে না কোন খেলোয়াড়।’
বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় নাম আছে ক্যালিসের। তা হওয়ার পেছনে কোন বিভাগকে বেশি গুরুত্ব দিয়েছেন ক্যালিস, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি দু’বিভাগেই বেশি মনোযোগ দিয়েছি। কোনসময় ব্যাটিং-এ ভালো করলে আর বোলিং-এ খারাপ করলে, বোলিং নিয়ে কাজ করেছি। আবার ব্যাটিং খারাপ হলে, ব্যাটিং নিয়ে কাজ করেছি। তবে সবসময়ই চেষ্টা করেছি দু’বিভাগে ভালো করার।’

বর্তমানে বিশ্বের অনত্যম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার সাথে দীর্ঘদিন খেলেছেন ক্যালিস। তাই ডি ভিলিয়ার্স সর্ম্পকে নিজের অভিমত দিতে গিয়ে ক্যালিস বলেন, ‘দারুণ এক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। মানসিকভাবে সে অনেক বেশি শক্তিশালী। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে ব্যাট করে থাকে। তবে ক্রিকেটের গ্রামার অনুসরণ করেই সব করে ডি ভিলিয়ার্স। তার মৌলিক কৌশল খুবই শক্ত। তাই তিন ফরম্যাটেই দলের সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।’
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ১৯ বছর খেলেছেন ক্যালিস। দলের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই একাদশে খেলতেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে অনেক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।

ক্যারিয়ারে ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেট শিকার করেন ক্যালিস। ওয়ানডেতেও ছিলো উজ্জ্বল পারফরমেন্স ছিলো তার। ৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট নেন তিনি। আর টি-২০ ফরম্যাটে ২৫ ম্যাচে অংশ নিয়ে ৬৬৬ রান ও ১২ উইকেট ঝুলিতে নেন ক্যালিস। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও, বিভিন্ন দেশের ঘরোয়া আসরে ব্যাট-বল দু’বিভাগেই পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন ৩৯ বছর বয়সী ক্যালিস। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ