দিবা-রাত্রির টেস্টের বিরোধিতা করে শ্রীলংকান ব্যাটিং লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে বলেছেন, এটা খেলাটির প্রথা বিরোধী।
খেলাটির লংগার ভার্সনকে জনপ্রিয় করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিভিন্ন দেশকে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে উদ্বুদ্ধ করছে। যেখানে গোলাপি রং-এর বল ব্যবহার করতে বলা হয়েছে। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয়ে থাকে। যে সময়টিতে মানুষ কাজে ব্যস্ত অথবা ছাত্র-ছাত্রীরা স্কুলে থাকে। ফলে অনেক দর্শক ইচ্ছে থাকলেও খেলা দেখার জন্য মাঠে উপস্থিত থাকতে পারে না।
আইসিসি টি-২০’র মতই টেস্ট ক্রিকেটকেও জনপ্রিয় করতে চায়। তবে ৪৯ টেস্টে ১১ হাজারের বেশি রান করা মাহেলা মনে করছেন এটা কাজে আসবেনা, বিশেষ করে উপমহাদেশের অধিকাংশ ভেন্যুতেই সন্ধ্যায় সময় শিশির পড়ে।
লর্ডসে কাউদ্রে বক্তৃতার পর আলাপকালে মাহেলা বলেন, ‘আমি দিবা-রাত্রি টেস্টের খুব বড় ভক্ত নই। এটা আমাদের দীর্ঘ দিনের প্রথা থেকে কিছুটা সরে আসা মাত্র। অন্য সব কিছুই পরিবর্তন হচ্ছে। তবে আমি মনে করি দিনের বেলায় টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে আমাদের স্থির থাকা উচিত।’
‘অনেক দেশেই শিশির একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে,বিশেষ করে উপমহাদেশে। খেলাটির উন্নয়নের বিষয়ে আমি একমত।অনেক কিছুই মানুষ পরিবর্তন করতে পারে। কিন্তু প্রায় দুইশ’ বছর ধরে সাদা পোশাক ও লাল রঙ্গের বল দিয়ে টেস্ট ক্রিকেট চলে আসছে।এখান থেকে কেন আমাদের দূরে সরে যেতে হবে?’
আগামী নভেম্বরে এডিলেডে অস্টেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।– সংবাদসংস্থা