কোস্টারিকার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। নিউজার্সিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে ব্রাজিল।
বার্সেলোনার এই ফুটবল সুপারস্টার খেলার প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সাইডবেঞ্চে বসেই। শেষ হবার মাত্র ৮ মিনিট আগে তাকে মাঠে নামানো হয়। বিশ্বকাপের বাছাইপর্বের আগে অনুষ্ঠিত ওই ম্যাচে পরীক্ষামুলক দল গঠন করেন ব্রাজিলের কোচ দুঙ্গা। এতে সুচনালগ্নেই জয়সুচক গোলটি করেছেন হাল্ক। এর আগে স্বল্প সময়ের সিদ্ধান্তে নেইমারকে একাদশের বাইরে রেখে মাঠে নামানো হয় ব্রাজিলীয় জাতীয় দলকে।
নেইমার ইএসপিএন ব্রাজিলকে বলেন, আমি সাইডলাইনে বসে থাকতে অভ্যস্ত নই। এই অভ্যাস আমি গড়তেও চাইনা। আমি খেলতে চাই। সব সময় প্রথম একাদশে মাঠে নামার জন্য আমি সব সময় নিজেকে প্রস্তত রাখি।