ইংল্যান্ড ফুটবল অধিনায়ক ওয়েন রুনির বিবেচনায় কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার চেয়ে তার স্বদেশী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ভাল খেলোয়াড়। তিনি বলেন, দুই বছর আগে মানুষ
বলত ম্যারাডোনার চেয়ে মেসি ভাল খেলোয়াড় নন। কেননা মেসি কোন বিশ্বকাপ জিততে পারেনি।
রুনি বলেন, আমার মতে ম্যারাডোনার চেয়ে মেসি ভাল ফুটবলার। তবে এ থেকেই বুঝা যায় ফুটবল কি। জাতীয় দলের হয়ে গোল বিবেচনায় স্বদেশী কিংবদন্তী ফুটবলার স্যার ববি চার্লটনের সঙ্গেও নিজকে তুলনা করেন রুনি। তবে এ জন্য ট্রফি কেবিনেটে বিশ্বকাপ শিরোপা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আপনি কতটা ট্রফি জিতেছেন, এটা তার ব্যাপার। দল হিসেবে এভাবেই আপনাকে বিচার করা হবে। স্যার ববি চার্লটন সেটাই করেছিলেন। আশার কথা হলো তেমন সাফল্য পেতে এখনো আমার সামনে সময় আছে। রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ শিরোপা ঘরে আনতে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও আশা প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এর তারকা।