আর্জেন্টিনাকে হারিয়ে ১ম বারের মত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে চিলি। গতরাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে
চিলি।
স্বাগতিকদের হয়ে সান্টিয়াগো দ্য চিলিতে জোড়া গোল করেন ফিলিপ গুতিরেজ আর ১টি গোল করেন দলের সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে ১টি করে গোল করেন জোনাথান ফাব্রো ও জর্জ বেনিতেজ।
খেলার ৮ মিনিটেই গুতিরেজ গোল করে চিলিকে এগিয়ে দেন। তবে খেলার প্রথমার্ধ আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান ফাব্রো। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারীরা। আর ফাব্রোর গোলের দুই মিনিট পরেই লিড নেয় প্যারাগুয়ে। এবার বেনিতেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি (১-২)। খেলার ৬৪ মিনিটে সমতাসূচক গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন গুতিরেজ (২-২)। সর্বশেষ খেলার নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে আর্সেনাল তারকা সানচেজ জয় সূচক গোলটি করেন।
শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জ সাম্পোলির শিষ্যরা।
এ সাফল্যের ফলে টানা ৫ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেল চিলি।