আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। তবে টুর্নামেন্ট শুরুর আগে গত আসরে খেলা স্থানীয় ক্রিকেটারদের পাওনা বাকি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছিলো।
গত রবিবার স্থানীয় বেশিরভাগ খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করে দিয়েছে বিসিবি। এসব দেওয়া হয়েছে নিজেদের কোষাগার থেকে। তবে কতজন খেলোয়াড়ের পাওনা বাকি ছিলো এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
কিন্তু অন্যদিকে, রংপুর রাইডার্সের খেলোয়াড়দের টাকা পরিশোধ করা হয়নি। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ ঈদের আগে নিজেরাই তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করে দিবে বলে জানিয়েছে। তারা যদি পরিশোধ না করে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি। গত রবিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।