দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৮ জন মারা গেছে বলে আজ রবিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ
দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত ডলফিন নামের ৯.৭৭ টন ওজনের মাছ ধরার নৌযানটি শনিবার রাতে চুজা দ্বীপের কাছে হারিয়ে যায়। রবিবার সকালে একটি দ্বীপের কাছে নৌযানের ভগ্নাংশ পাওয়া গেছে।
কোস্টগার্ড জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌযানটিতে কতজন লোক ছিল তা জানা যায়নি। নিখোঁজদের তল্লাশী করতে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করা হয়েছে। ডুবুরিরা পানির নিচে তল্লাশী চালাচ্ছে। এই ঘটনায় জীবিত উদ্ধার পাওয়া একজন জানান, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।