আনোয়ারা উপজেলা থেকে দেড় লাখ ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আমির হোসেন (৩৫)নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে র্যা ব জানায়। 
র্যাব-৭ এর সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল মাহমুদ জানান, শনিবার মধ্যরাতে আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় আমির হোসেনকে।
সোহেল মাহমুদ জানান, ছয় দিন আগে চট্টগ্রামে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত জাফর। আনোয়ারা থেকে আটক আমির সম্পর্কে জাফরের মামা। জাফরের অবর্তমানে তিনি ইয়াবা ব্যবসা চালাচ্ছিলেন।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান সোহেল মাহমুদ।