সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শনিবার তাকে চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার প্রস্তুতির কথা জানান।
তিনি বলেন, “ওই হাসপাতাল থেকেই তাকে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। আজ মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও মেয়ে সিঙ্গাপুর যাবেন।”
মাইদুল ইসলাম বলেন, “গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে তিনি সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।”