নিউমোনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালের আইসিসিইউতে নেয়া হয়েছে।
অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিযর্যা কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী বৃহস্পতিবার ভর্তি হন বারডেম হাসপাতালে।
এ ব্যাপারে তার সহকারী মাইদুল ইসলাম প্রধান বলেন, “গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই তাকে আইসিইউতে নেয়া হয়েছে।”