ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ২-১ এ টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিল লঙ্কানরা। টানা দুই সিরিজ হারের কারণে শ্রীলঙ্কা দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মারভান আতাপাত্তু।
তার পদত্যাগ পত্রও গ্রহণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আতাপাত্তুর পদত্যাগের পর পরই শুরু হয়েছে লঙ্কানদের ভবিষ্যত কোচের নাম নিয়ে আলোচনা। কে হতে পারেন শ্রীলঙ্কার পরবর্তী কোচ? ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে দুটি নাম। প্রথম জনের নাম চন্ডিকা হাথুরুসিংহে। যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ। আরেকটা নাম হলো গ্রাহাম ফোর্ড। তবে প্রথম নামটার প্রতিই নাকি এসএলসির আগ্রহ বেশি। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ পরিবেশন করেছে ভারতের কয়েকটি দৈনিক।
দি হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকায় আতাপাত্তুর পদত্যাগের খবরে লেখা হয়েছে, হাথুরুসিংহেকে প্রস্তাব দিতে পারে এসএলসি।
পত্রিকাগুলোতে লেখা হয়েছে, “জানা গেছে, এসএলসি সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান হাথুরুসিংহেকে প্রধান কোচের প্রস্তাব দিতে পারে। কারণ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অসাধারণ সাফল্য রয়েছে তার। বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলানো ছাড়াও তার অধীনে টাইগাররা পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে।”
হাথুরুসিংহেকে নিয়ে শ্রীলঙ্কায় আরও এক দফা মাতামাতি শুরু হলো। যদিও ঘরের ছেলে হাথুরুসিংহেকে এক সময় অবজ্ঞাই করেছিল এসএলসি। ট্রেভর বেলিসের অধীনে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ ছিলেন তিনি। পরে শৃঙ্খলাজনিত কারণে চাকুরিচ্যুত করা হয় হাথুরুসিংহেকে। সেসময় কুমার সাঙ্গাকারার অনুরোধ সত্ত্বেও অভিমানে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছিলেন ৪৬ বছর বয়সী এই লঙ্কান কোচ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, বিগ ব্যাশে সিডনি থান্ডারে কোচের দায়িত্ব পালন শেষে ২০১৪ সালের মে মাসে বাংলাদেশে আসেন হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও প্রায় ১০ মাস রয়েছে। গুঞ্জন উঠলেও হাথুরুসিংহের শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা এই লঙ্কানের। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই ছুটিতে রয়েছেন টাইগার কোচ।
এসএলসির দৌড়ে অবশ্য শঙ্কিত নয় বাংলাদেশ। জানতে চাইলে এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এমন কিছুর সম্ভাবনা নেই। হাথুরুসিংহে বাংলাদেশে ভালোই আছেন। এবং তিনি বাংলাদেশ দল নিয়ে এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনাই করছেন।