মিত্রবাহিনীর স্মরণে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক এমপি শুক্রবার ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনে যান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনীর
গৌরবময় ভূমিকার প্রতি বাঙালি জাতির কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরও বলেন, বাঙালি কৃতজ্ঞ জাতি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনী যে ভূমিকা রেখেছে তা বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। আশুগঞ্জে ব্যাপক আকারে যুদ্ধ ও মিত্রবাহিনীর ক্ষয়ক্ষতি হওয়ায় স্মৃতিস্তম্ভ আশুগঞ্জে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরে মন্ত্রী আরো বলেন, জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৮ হাজার টাকা এবং ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে দশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার । মুুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লী তৈরী করা হবে। এছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবরসমূহ একই ডিজাইনে পাকা করা হবে যাতে শত বছর পরেও দেখে বোঝা যায় এটা মুক্তিযোদ্ধার কবর।
ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক জিন্নাতুল হক, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমত কাদির গামা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের স্থান এবং নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন।