রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটক সবাই পেশাদার অপহরণকারী। র্যাব দীর্ঘদিন ধরে তাদের আটকের চেষ্টা করছিল। পরে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল।
র্যাব ১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর তাদের পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ মুখপাত্র।