হাঁটুর ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড ও আর্সেনালের স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাককে। খুব শিগগিরই ওয়েলব্যাক বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে কাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
চলতি বছরের এপ্রিলে হাঁটুর ইনজুরি পড়েন ওয়েলব্যাক। তবে ওষুধেরই নিরাময় হবে আশা করে খুব বেশি মাথা ঘামাননি তিনি। কিন্তু ২০১৫-১৬ মৌসুমের শুরুর পর থেকে দলের সাথে মাঠে নামতে পারেননি ওয়েলব্যাক। কারণ ওষুধ ব্যবহারের পরও, তার হাঁটুর সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই অস্ত্রোপচারে যেতে হচ্ছে ওয়েলব্যাককে।
এক বিবৃতিতে কাবের পক্ষ থেকে জানানো হয়, ‘হাঁটুর ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৪ বছর বয়সী ওয়েলব্যাককে। কারণ এসময় হাঁটুর অস্ত্রোপচার করাবেন তিনি। এরপর পুনর্বাসন প্রক্রিয়া চলবে তার। কবে নাগাদ দলের সাথে যোগ দিবেন, তা এখনই বলা যাচ্ছে না।’
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০১৪ সালে আর্সেনালে যোগ দেন ওয়েলব্যাক। ঐ মৌসুমে আর্সেনালের হয়ে ২৫ ম্যাচ খেলেন তিনি। কিন্তু গোল করেন মাত্র ৪টি। আর্সেনালের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মৌসুমে। ২৬ এপ্রিল অনুষ্ঠিত ঐ ম্যাচে চেলসির সাথে গোলশূন্য ড্র করে আর্সেনাল। -সংবাদ সংস্থা