রাজধানীতে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার
সকালে মধ্যবাড্ডা ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে।
এদিকে নিহতের স্ত্রী নূরজাহান বেগম জানান, নিহত শফিকুল সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গতকাল বৃহস্পতিবার সারারাত সিএনজি চালিয়ে আজ শুক্রবার সকালে তা গ্যারেজে জমা দিয়ে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।