সিনাইয়ে দুই বোমা বিস্ফোরণে শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জন মার্কিন ও দু’জন বহুজাতিক বাহিনীর সৈন্য বলে বিভিন্ন আন্তর্জাতিক জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগন একথা জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে বলেন, আমরা সিনাইয়ের উত্তর-পূর্বাঞ্চলে আজ দুটি আইইডি (বোমা) বিস্ফোরণে চার মার্কিন সৈন্য, দু’জন বহুজাতিক ও পর্যবেক্ষক সৈন্য (এমএফও) আহত হওয়ার বিষয়ে অবগত রয়েছি। তিনি বলেন, আহত সৈন্যদের এমএফও আকাশ পথে চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছে। আহতদের সকলকেই চিকিৎসা দেয়া হয়েছে। তাদের কেউই গুরুতর আহত হয়নি। আমরা সকল আহত সৈন্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কারা এই হামলার সঙ্গে জড়িত-এব্যাপারে তিনি কিছু বলেন নি। তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।