বাংলাদেশ আওয়ামী লাগের কেন্দ্রীয় কমিটির সভাপতিণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম
বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল’ল জারি হতো। দেশের অবস্থা ভয়াবহ হতো। নির্বাচন হয়েছে বলে দেশে উন্নয়ন হচ্ছে। মানুষ এখন শান্তিতে আছে, আপনারা এখানে সম্মেলন করতে পারছেন। নির্বাচনের কারণে দেশের মানুষ এখন শান্তিতে আছেন। আজ বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
নির্বাচন সর্ম্পকে খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, আগামী ২০১৯ সালে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে নয়। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে এবং এনামুল হক বাগমারাকে বাংলাভাই মুক্ত করেছেন। এক সময় বাগমারায় মানুষকে গাছে উল্টো করে টাঙিয়ে মেরে হত্যা করা হতো। এখন সে দিন আর নেই। মহিলা আ.লীগের সম্মেলন জেলা শহরে না হয়ে বাংলাভাই মুক্ত বাগমারাকে বেছে নেওয়া হয়েছে।
মহিলা আওয়ামী লীগের জেলা শাখার সভানেত্রী মর্জিনা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাসিকের সাবেক মেয়র ও আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, আ.লীগের রাজশাহীর জেলার সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বাগমারার সাংসদ এনামুল হক, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার প্রমুখ। গত ২০০৫ সালে মহিলা আ.লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১০ বছর পর গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন উপজেলার বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে শুরু হয়।
নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের লালন করেছিলেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে এদের বিচার করেছেন। মন্ত্রী দলে সুবিধাভোগীদের না নিয়ে প্রকৃত ত্যাগীদের নিয়ে কমিটির গঠনের আহ্বান জানান। গতকাল সকালে উপজেলা সদর ভবানীগঞ্জের নিউমার্কেটে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী মুক্তিযোদ্ধা আশরাফুন নেছা মোশারফ পায়রা উড়িয়ে এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।