1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ বানাল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৫ Time View

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছরপূর্তি উপলক্ষে চীনের একটি আইসক্রিম কোম্পানি বিশেষ একটি আইসক্রিম তৈরি করেছে। যুদ্ধের একটা সময়ে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন গেন হিদেকি তোজো, তার মুখের আদলে এই আইসক্রিমটি তৈরি করেছে চীনা asudaosmdkadsকোম্পানিটি। তারা এই আইসক্রিমটির নাম দিয়েছে ‘ওয়ার ক্রিমিনাল আইসক্রিম’ বা ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’।
চীনা ডেইলি ওয়েবসাইট’র খবর উদ্ধৃত করে বিবিসি মনিটরিং জানাচ্ছে, সাংহাই কেন্দ্রিক ওই আইসক্রিম কোম্পানিটি চাইছে অন্তত ১০ হাজার চীনা নাগরিক যেন এই আইসক্রিমটি খেতে পারে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ওই সময়টার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তাদের এই উদ্যোগ। যদিও থ্রি-ডি প্রিন্ট করা এই আইসক্রিমের দাম খুব একটা সস্তা নয়। চীনা মুদ্রায় প্রতিটি আইসক্রিমের দাম পড়বে ৩০ ইয়ান।
১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। পরবর্তী সময়ে তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হন এবং ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে তার ফাঁসির দণ্ড কার্যকর হয়।
যদিও চীনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক’জন মনে করছেন, আইসক্রিম বানানোর এই চিন্তাটা খুবই হাস্যকর। কোম্পানিটির এমন উদ্যোগে তারা মোটেও সন্তুষ্ট নন। সাধারণ মানুষ মনে করছেন, এই আইসক্রিম যেভাবে বিপণন করা হচ্ছে তা বিকৃত রুচিরই পরিচয় দেয়।
অনেকে বলছেন, আইসক্রিমটিতে যে মুখের আদল দেয়া হয়েছে অনেকে সেটা মহাত্মা গান্ধীর মুখের আদল ভেবে ভুল করতে পারেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করছে চীনা সরকার। আজ বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ জন্য কর্তৃপক্ষও বিভিন্ন কৌশলে কাজ করছে, সামরিক বাহিনীর বিমানগুলো যেন আকাশ পরিষ্কার পায় সে জন্য পাখিদের নীড় ভাঙার কাজে বানর ব্যবহার করছে কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ