1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

আবারো আইপিএলে খেলতে চান ক্লার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১৪৮ Time View

আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) খেলার ইচ্ছা পোষণ করেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি আইপিএলও খেলা ইচ্ছা পোষণকারী ক্লার্ক বলেন, ঘরোয়া দলগুলোর পাশাপাশি আইপিএলে খেলতে পারলে ভালোই হবে।asjdaksdas
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া এশেজ সিরিজের আগে নিজের অবসর নিয়ে চিন্তাই করেননি ক্লার্ক। তবে চতুর্থ টেস্টে সিরিজ হার নিশ্চিতের হবার পরই অবসরের ঘোষনা দেন তিনি। নটিংহ্যামে চতুর্থ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হারের পর ক্লার্ক জানান, এশেজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
কথামত ঠিকই এশেজ সিরিজ শেষে অবসর নিয়েছেন ক্লার্ক। তবে ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক হিসেবে ২০১৬ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি। শুধুমাত্র নিজ দেশের ঘরোয়া ক্রিকেটেই নয়- ভারতের জনপ্রিয় টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেও খেলার ইচ্ছা পোষণ করেছেন ক্লার্ক।
ক্লার্ক বলেন, কিছুদিন হলো আইপিএলে খেলার বিষয় নিয়ে আমি ভেবেছি। তবে এখনো এটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্বান্ত নেইনি। আর কিছুদিন পর আইপিএল নিয়ে কোনো সিদ্বান্ত নেবো। তবে আইপিএলে খেলার ইচ্ছা আমার রয়েছে। সেখানে আবারো খেলতে পারলে দারুণ হবে। কারণ, ওই টুর্নামেন্টটি খুবই আনন্দায়ক ও রোমাঞ্চকর।
আইপিএলের ২০১২ মৌসুমে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ক্লার্ক। ওই মৌসুমে মোটেও ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি। ৬ ম্যাচে ৯৮ রান করেছিলেন ক্লার্ক। গড় ছিলো ১৬ দশমিক ৩৩। আর স্ট্রাইক রেট ছিলো ১০৪ দশমিক ২৫। বল হাতেও উইকেট শিকারের স্বাদ নিয়েছিলেন তিনি। তবে মাত্র দু’বার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ