1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কালকিনিতে ইসলামী ব্যাংকের ২৯৬তম শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ১৬৩ Time View

মাদারীপুরের কালকিনিতে নিজেদের ২৯৬তম শাখা উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার এই ‘কালকিনি শাখা’ উদ্বোধন করেন ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার wedwerfআলী খান।

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ আব্দুস সামাদ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ও কালকিনি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুস সোবহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুল কুদ্দুস। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান বলেন, ইসলামী ব্যাংক জনকল্যাণের ব্যাংক। প্রতিষ্ঠাকাল থেকে সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ ব্যাংক। ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির ভাষণে মুহাম্মদ আবুল বাশার বলেন, স্থানীয়ভাবে সংগৃহীত আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প-কারখানা প্রতিষ্ঠা ও অবকোঠামো উন্নয়নে ভূমিকা পালন করে থাকে ইসলামী ব্যাংক। তিনি এ ব্যাংকের সেবা নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ