1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

সাঙ্গাকারার বিদায়ী টেস্টের ১ম দিনে রাহুলের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ১৬২ Time View

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। লংকান এই সেরা ব্যাটসম্যানের বিদায় টেস্টের প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। তার ১০৮ রানের উপর ভর করে দিন শেষে ৬ উইকেটে ৩১৯ রান করেছে ভারত। আজ বৃহস্পতিবার কলোম্বোতে সফরকারী ভারতের বিপক্ষে শুরু হওয়া ২য় টেস্ট ম্যাচ খেলার মধ্য দিয়ে ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন সাঙ্গাকারা।sdfefs
গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করেছিলো শ্রীলংকা। ব্যাটিং-এ নেমে শুরু থেকে চরম বিপর্যয়ের মুখে পড়ে প্রথম ইনিংসে ১৮৩ রানেই গুটিয়ে গিয়েছিলো লংকানরা। তেমন চিত্র মনে থাকার পরও কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। পীচ ভিন্ন হলেও, গল-এর মত অবস্থা কলম্বোতেও ঘটতে যাচ্ছিলো টিম ইন্ডিয়ার। ১২ রানের মধ্যেই ওপেনার মুরালি বিজয় ও তিন নম্বরে নামা আজিঙ্কা রাহানের উইকেট হারিয়ে বসে ভারত। বিজয় শূন্য ও রাহানে ৪ রান করে স্বাগতিক পেসার ধাম্মিকা প্রসাদের শিকার হন।
দ্রুত ২ উইকেট হারানোয় চিন্তা নিয়ে ক্রিজে যোগ দেন ভারত দলপতি বিরাট কোহলি। ওই সময় সঙ্গী হিসেবে কোহলি সাথে পান আরেক ওপেনার রাহুলকে। শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠার টার্গেটই থাকার কথা ছিলো কোহলি ও রাহুলের। কিন্তু প্রথম সেশন শেষে এই দু’জনের ব্যাটিং দেখে মনে হয়েছে ‘চাপ’ বলতে কিছু ছিলো না তাদের উপর। কারণ সাড়ে তিনের উপর রান রেট বজায় রেখে প্রথম সেশন শেষ করেন কোহলি ও রাহুল। ২৬ ওভারে ২ উইকেটে ৯৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
লাঞ্চের পরও রান রেট ধরে রেখেই এগোচ্ছিলেন কোহলি ও রাহুল। তাতে ওভার প্রতি রান রেট চার ছুই-ছুই। আর ওই সেশনে দু’জনই স্পর্শ করেন হাফ-সেঞ্চুরি। আর ওই দু’জনের দারুন জুটিতে ভারতের স্কোর বড় হবার পথেই ছিলো। কিন্তু দলীয় ১৭৬ রানে কোহলিকে স্পিনে ফাঁেদ ফেলেন আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেয় বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
ফলে টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া ইনিংসে কোহলি আউট হন ৭৮ রানে। তার ১০৭ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কার মার ছিলো। সেই সাথে তৃতীয় উইকেটে ২৩৪ বলে গড়ে উঠা ১৬৪ রানের জুটিটিও ভাঙ্গে। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় উইকেটের ক্ষেত্রে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। আর এই মাঠে তৃতীয় উইকেটে জুটির ক্ষেত্রে এটি দ্বিতীয়স্থানে রয়েছে। সেরা জুটিটি হলো নিউজিল্যান্ডের রস টেইলর ও কেন উইলিয়ামসনের। ২০১২ সালে ২৬২ রানের জুটি গড়েছিলেন তারা।
কোহলির বিদায়ের পর রাহুলের সাথে জুটি বাঁেধন রোহিত শর্মা। চা-বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলেন নেন রাহুল। গত অস্ট্রেলিয়া সফরে প্রথম সেঞ্চুরির করেছিলেন তিনি। তিন অংকে পা দেয়ার ৮ রান পরই আউটের খাতায় নাম উঠে রাহুলের। ১৯০ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন ২৩ বছর বয়সী রাহুল।
২৩১ রানে ৪ উইকেট হারানোয় ভারতের রান সামনে টেনে নেয়ার দায়িত্বটা একাই পালন করেন রোহিত। সফলও হয়েছিলেন তিনি। আগের টেস্টের দু’ইনিংসে মাত্র ১৩ রান করা রোহিত এবার করেন ৭৯ রান। ৮৮তম ওভারের দ্বিতীয় বলে রোহিত লংকান দলপতি ম্যাথুজের শিকার হলে দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। ৫টি চার ও ৩টি ছক্কায় ১৩২ বলে ৭৯ রান করেন রোহিত। ১৯ রানে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা। হরভজনের পরিবর্তে এই টেস্টে একাদশে সুযোগ পাওয়া স্টুয়ার্ট বিনি ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে মাত্র ১০ রান করেন। শ্রীলংকার পক্ষে প্রসাদ ও হেরাথ ২টি করে উইকেট নিয়েছেন। প্রথম টেস্ট নাটকীয়ভাবে ৬৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
ভারত প্রথম ইনিংস : ৩১৯/৬, ৮৭.২ ওভার (লোকেশ রাহুল ১০৮, রোহিত শর্মা ৭৯, বিরাট কোহলি ৭৮, প্রসাদ ২/৭২)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ