1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

ক্লার্কের পর ক্রিস রজার্স, ওভালেই অবসর অজি ওপেনারের‌‍‍‍‍‍‍‍‍‍‍

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ১২৬৪ Time View

অ্যাসেজ সিরিজের শেষ ম্যাচেই টেস্ট কেরিয়ার শেষ করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার ক্রিস রজার্স। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী রজার্স। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বিদায়বেলায় এসে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ asdqwকয়েকটি বছর কাটালাম। বেশকিছু বিশেষ মুহূর্তেও অংশীদার হতে পেরেছিলাম যা পুরোপুরি উপভোগ করেছি। তবে সব জিনিসেরই তো শেষ আছে।’
২০০৮ সালে টেস্ট অভিষেকের পর দ্বিতীয় টেস্ট খেলার জন্য বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল রজার্সকে। পরবর্তী টেস্ট তিনি খেলেন ২০১৩ সালে, ৩৫ বছর বয়সে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ হাজার রানের মালিক এই বাঁ-হাতির ৫টি আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি রয়েছে। চলতি অ্যাসেজেও লর্ডসে অজিদের একমাত্র জয়ে তাঁর বড়সড় শতরান (১৭৩) রয়েছে। ২য় টেস্টে জেমস অ্যান্ডারসনের বল লাগে তাঁর হেলমেটে। রজার্সের রান তখন ৪৯ রান। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে মেডিক্যাল টেস্টে দেখা যায়, তাঁর কানের ভিতরে আঘাত লেগেছে।
ওভালেই নিজের ২৫তম টেস্ট খেলবেন রজার্স। চলতি সিরিজের ৪র্থ ম্যাচেই অ্যাসেজ কাপ নিশ্চিত করেছে কুক-বাহিনী। নিয়মরক্ষার ওভাল ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মাইকেল ক্লার্কও। অবসর নিয়ে রজার্সের মন্তব্য, ‘শতকরা একশো শতাংশ নিশ্চিত হয়ে তো কোনও কিছুই বলা যায় না। তবে মনে হয়েছে ওভাল টেস্ট-ই আমার শেষ টেস্ট।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ