1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ভারতে বিবাহ বিচ্ছেদের ব্যাতিক্রমী কারণ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১০৫ Time View

বিশ্বে এখনও ভারতে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম। তবুও সেখানেও দিনকে দিন বিবাহ বিচ্ছেদ বাড়ছে। আর কী কারণে তা হচ্ছে এ নিয়ে বিবিসি বাংলা অনলাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে শারীরিক বা মানসিক নির্যাতনকেই বেশিরভাগ বিচ্ছেদের ক্ষেত্রে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

কিন্তু আদালতে যখন স্বামী-স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে যাচ্ছেন, তখন কোন ধরনের নির্যাতনকে ‘মানসিক নির্যাতন’ হিসেবে গণ্য করা হবে, তা ঠিক করতে গিয়ে বিপাকে পড়ছেন বিচারকরা।

সাম্প্রতিক কিছু বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রীদের বিরুদ্ধে স্বামীরা এমন কিছু বিষয়কে ‘মানসিক নির্যাতন’হিসেবে উল্লেখ করেছেন, যা বেশ কৌতুকের সৃষ্টি করেছে।

যেমন একজনের অভিযোগ, তার স্ত্রী বেশি বেশি পার্টি করেন, এটা তার ওপর মানসিক নির্যাতনের সামিল। আরেকজন বলেন, তিনি বিচ্ছেদ চান, কারণ তার স্ত্রীর যৌন ক্ষুধা খুব gyujyবেশি। আদালতে যখন এসব মামলা উঠছে, তখন বিচারকরা কীভাবে তাদের রায় দিচ্ছেন? বিবিসি হিন্দির অতীশ প্যাটেল এমন কিছু বিয়ে বিচ্ছেদের মামলার ঘটনা জানান।

অতিরিক্ত সেক্স

বিয়ে ভেঙ্গে যাওয়ার ক্ষেত্রে যৌন মিলনবিহীন দাম্পত্য সম্পর্ককে অনেকেই কারণ হিসেবে উল্লেখ করেন। কিন্তু ভারতের একজন স্বামী এই বলে ডিভোর্স চেয়েছেন যে তার স্ত্রীর যৌন আসক্তি খুব বেশি। মামলায় তিনি উল্লেখ করেছেন, “স্ত্রীর অতিরিক্ত এবং অদমনীয় যৌন ক্ষুধার” কারণে তিনি বিচ্ছেদ চাইতে বাধ্য হচ্ছেন।

স্বামীর আরও অভিযোগ, এমনকি অসুস্থ অবস্থায়ও স্ত্রী তাকে সেক্স করতে বাধ্য করেছে। যদি তিনি রাজী না হন, সেক্ষেত্রে অন্য পুরুষের সঙ্গে সেক্স করবেন বলে হুমকি দিয়েছেন।

শুনানি শেষে মুম্বাইয়ের পারিবারিক আদালত স্বামীর পক্ষে রায় দেন।

ব্রনের যন্ত্রণা

ভারতে এখনো বেশিরভাগ ক্ষেত্রে ঘটকালির মাধ্যমে পারিবারিকভাবেই ছেলে-মেয়ের বিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় ‘অ্যারেঞ্জড ম্যারেজ’। কিন্তু আগে থেকে দেখা না হওয়া বর-কনের মধ্যে বিয়ের পর নানা সমস্যা সৃষ্টি হয়।

এভাবে বিয়ে করা এক স্বামী ডিভোর্সের মামলায় কারণ হিসেবে যা উল্লেখ করেছেন, সেটা নজিরবিহীন। তার অভিযোগ, স্ত্রীর মুখের ব্রন তার নিদারুণ মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠেছে।

হানিমুনে গিয়ে স্ত্রীর মুখে ব্রনের দাগ দেখার পর তিনি আর এই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী হননি।

ডাক্তার অবশ্য স্ত্রীর পক্ষে সাক্ষী দিয়ে বলেছিল, ব্রনের সমস্য চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব। কিন্তু আদালতের রায় ছিল, এক্ষেত্রে ব্রনের সমস্যা লুকিয়ে স্বামীর সঙ্গে স্ত্রী প্রতারণা করেছে।

পার্টি আসক্ত স্ত্রী

স্বামী ছিলেন জাহাজের নাবিক। তার অভিযোগ, স্ত্রী কেবল পার্টি করে বেড়ান, এটা তার ওপর এক ধরনের মানসিক নির্যাতন। এই অভিযোগের ভিত্তিতে ডিভোর্স চেয়েছিলেন পারিবারিক আদালতে গিয়ে, আদালত তা মঞ্জুরও করে।

কিন্তু গত সপ্তাহে মুম্বাই হাইকোর্ট এই রায় উল্টে দিল। আদালতের মন্তব্য, স্বামী নিজেও যেখানে পার্টি করে বেড়ান, সেখানে স্ত্রীর পার্টি আসক্তিকে কোনোভাবেই স্বামীর ওপর নির্যাতন বলে গণ্য করা যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ