1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর দেশ কোনদিকে যাবে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক রহমান যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

রোনাল্ডো সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী নয়: মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৬৫ Time View

তাকে ব্যালন ডি’অর সিংহাসন থেকে বিতারিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরসুমে আটটা হ্যাটট্রিক করে লা লিগা গোল্ডেন বুটও ছিনিয়ে নিয়েছেন তার থেকে। প্রতি বছরই তিনিrtgwerg যত গোল করছেন, পাল্লা দিয়ে রোনাল্ডোও তত গোল করছেন। তবে তাতেও তাকে সবচেয়ে ‘কঠিন’ প্রতিপক্ষ মানতে নারাজ তিনি। তিনি- লিওনেল মেসি বলছেন, রোনাল্ডো তার কাছে সুয়ারেজ, নেইমার, আগেরোর মতোই অন্যতম শক্ত প্রতিপক্ষ। ‘‘গোটা কেরিয়ারে আমি অনেক বিশ্বমানের ফুটবলারের বিরুদ্ধে খেলেছি। যেমন আগেরো, নেইমার, সুয়ারেজ, রোনাল্ডো, রিবেরি। তাই বিশেষ কারও নাম নেওয়া যায় না।’’

মন্তব্যেই পরিষ্কার, তার দেখা সবচেয়ে কঠিন প্রতিপক্ষের আসনে বসাতে পারছেন না রোনাল্ডোকে। ভিয়া থেকে ইব্রাহিমোভিচ, ফুটবলের বহু কিংবদন্তির সঙ্গে খেলেছেন এলএম টেন। এদের মধ্যে তার প্রিয় সতীর্থ কে? উঠে আসছে সেই ব্রাজিলীয় মহাতারকার নাম। মেসির আগে যিনি বার্সা উত্তরণের পিছনে আসল কান্ডারি ছিলেন। ‘‘অনেক ভাল ফরোয়ার্ডদের সঙ্গে খেলেছি। তবে রোনাল্ডিনহোর সঙ্গে আমার একটা স্পেশ্যাল বোঝাপড়া ছিল। তবে থিয়েরি অঁরি, দাভিদ ভিয়া, অ্যালেক্সিস সাঞ্চেজের মতো প্লেয়াররাও দারুণ,’’ এক সাক্ষাৎকারে বলেছেন মেসি।

গত বছর নেইমার, সুয়ারেজ এবং মেসির জুটিতে মোট ১২২ গোল এসেছিল। যে ত্রিফলা ফুটবলবিশ্বে ‘এমএসএন’ বলে পরিচিত। তবে এত গোল করলেও আর্জেন্তিনা মহাতারকা এই কম্বিনেশনের আরও ধার বাড়াতে মরিয়া। মেসি বলছেন, ‘‘নেইমার ও সুয়ারেজ দু’জনেই বিশ্বমানের। আমাদের ত্রিফলার মাত্র এক মরসুমই তো হলো। তাই আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারি।’’
তার হাতেই হয়তো শেষ হবে ব্যালন ডি’অর মঞ্চে রোনাল্ডো-মেসির দ্বৈরথ, বহু দিন থেকেই নেইমারকে এটা বলা হচ্ছে। স্বয়ং আর্জেন্তিনা মহাতারকাও মনে করছেন নেইমারের দ্বারা সেটা সম্ভব। ‘‘নেইমারের বিশ্বসেরা হওয়ার জন্য সব কিছু আছে,’’ বলছেন বার্সা রাজপুত্র।

গ্যাবন সফরে গিয়ে এমনিতেই বিতর্কে জড়িয়েছিলেন মেসি। কিন্তু এ দিন, দুস্থ শিশুদের সাহায্যার্থে প্রায় পাঁচ মিলিয়ন ডলারের মতো অর্থ দান করলেন তিনি। তবে ইউরোপীয় সুপার কাপের আগেই ধাক্কা খেল মেসির ক্লাব বার্সেলোনা। এমএসএন জুটির মেসি ও সুয়ারেজ থাকলেও শারীরিক অসুস্থতার জন্য নেইমার খেলতে পারবেন না। বার্সা কেরিয়ারের শুরুতে রক্তাল্পতায় ভুগেছিলেন ‘ওয়ান্ডারকিড’। এ বার মাম্সের শিকার তিনি। তাই মঙ্গলবারের সুপার কাপ লড়াইয়ে নেই নেইমার।

অন্য দিকে রোনাল্ডোও শারীরিক ভাবে পুরোপুরি ফিট নন। তাই রোববার নরওয়েতে যখন রিয়াল মাদ্রিদ ০-০ ড্র করল ভ্যালারেঙ্গার বিরুদ্ধে, রোনাল্ডোকে তখন সমুদ্রতীরে ছুটি কাটাতে দেখা গেল। যদিও রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের মতে খুব শীঘ্রই দলে ফিরছেন সিআর সেভেন। ‘‘রোনাল্ডোর চোট অতটা গুরুতর নয়। লা লিগা শুরু হওয়ার আগেই ও ফিট হয়ে যাবে,’’ বলছেন বেনিতেজ।- ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ