1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ওয়েস্ট হ্যামের গানার্স বধ, ড্র সাউদ্যম্পটনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৮৬ Time View

প্রিমিয়ার লিগে নতুন মরশুমের শুরুতেই বড় ধাক্কা খেল গতবারে লিগ তালিকায় তিন নম্বরে শেষ করা আর্সেন ওয়েঙ্গারের দল৷ রোববার নিজেদের ঘরের মাঠেই গানার্সরা ০-২ গোলে হারল৷ অপর একটি ম্যাচে নিউক্যাস্টেল ইউনাইটেডের সঙ্গে সাউদ্যম্পটন ২-২ ড্র করল৷jhtjgdj

গোলকিপার পিটার চেকের দু’টো ভুলই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জয়ের রাস্তা করে দিল৷ এদিন প্রথমার্ধের ৪৩ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে ওয়েস্ট হ্যামের ফরাসি স্ট্রাইকার দিমিত্রি পায়েতের নেওয়া ফ্রি-কিক ফিস্ট করতে ছুটে যান গোলরক্ষক চেক। কিন্তু তার আগেই হেড করে বল জালে ঢুকিয়ে দেয় সেনেগালের ডিফেন্ডার সেকু কৌয়াতে৷ ম্যাচের ৫৭ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করল আর্সেনাল। বল বিপদমুক্ত না-করেই এগোনোর চেষ্টা করছিলেন অক্সলেড চেম্বারলেইন। কিন্তু ডি বক্সের বাইরে বলে নিয়ন্ত্রণ হারান তিনি। সেখানেই ফিরতি বল পেয়ে দ্রুত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো সারাতে। গত রবিবার এই চেম্বারলেইনের একমাত্র গোলেই চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নিয়েছিল আর্সেনাল৷ এদিন নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত তিন মিনিট যোগ করেন রেফারি৷ সেসময়ে গোল করার ভালো দুটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু কাজে লাগাতে না-পারায় মাথা নীচু করেই মাঠ ছাড়লেন ওয়েঙ্গার৷

অন্যদিকে, সাউদ্যম্পটনকে ২৪ মিনিটেই এগিয়ে দেন গ্রাজিয়ানো পেলে৷ দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে প্রিমিয়র লিগের প্রথম ও মরশুমের তিন নম্বর গোলটি করেন তিনি৷ এরপর ম্যাচের ৪২ মিনিটে পাপিস সিসের গোলে সমতায় ফেরে নিউক্যাস্টেল৷ গোলের রেশ কাটতে না-কাটতেই ৪৮ মিনিটে নিউক্যস্টেলকে এগিয়ে দেন জর্জিনিও উইনালডাম৷ ম্যাচের ৭৯ মিনিটে সাউদ্যম্পটনকে সমতায় ফেরান শেন লং৷ এদিন নিউক্যস্টেল তাদের নতুন ম্যানেজার স্টিভ ম্যাকলারেনের অধীনেই খেলল৷ সেন্ট জেমস পার্কে এদিন প্রাক্তন ইংল্যান্ড কোচ প্রথম লিগ ম্যাচ খেলালেন।- সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ