1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি : রাকিটিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ১৯৫ Time View

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে মাত্র এক মৌসুম একসাথে খেলেছেন লিওনেল মেসি ও ইভান রাকিটিস। এক মৌসুমেই মেসির খেলাতে মুগ্ধ হয়ে গেছেন ক্রোয়োশিয়ান মিডফিল্ডার rthdgjরাকিটিস। নতুন মৌসুম শুরুর আগে দল নিয়ে কথা বলার পাশাপাশি মেসি সর্ম্পকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাকিটিস বলেন, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি।
তিন মৌসুম সেভিয়ায় খেলার পর গত আসরে বার্সেলোনায় যোগ দেন মিডফিল্ডার রাকিটিস। গত মৌসুমে বার্সার জার্সি গায়ে ৩২ ম্যাচ খেলেছেন তিনি। এসময় সামনাসামনি পরখ করেছেন বার্সার সেরা খেলোয়াড় মেসি ফুটবল জাদু।
মেসির জাদুতে গত আসরে ট্রেবলও জিতেছে বার্সেলোনা। সাথে ছিলেন নেইমার ও সুয়ারেজও। কিন্তু মেসির ফুটবলশৈলী বেশি স্পর্শ করেছেন রাকিটিসকে। তাই মেসির প্রশংসা না করে পারলেন না রাকিটিস, মেসি কে? এটা আমরা সবাই জানি। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তার মধ্যে ফুটবলের সকল গুন রয়েছে। যা অন্য কারও মধ্যে নেই। গত আসরে সেটি আরও একবার প্রমান করেছে মেসি। তাই পরবর্তী ব্যালনডি’অর তারই প্রাপ্য।
মেসি-নেইমার-সুয়ারেজের পারফরমেন্সে গত মৌসুমে ট্রেবল জয় করে বার্সেলোনা। আসন্ন মৌসুমেও ট্রেবল জয়ের স্বাদটা আবারো নিতে চান রাকিটিস। নতুন মৌসুম নিয়ে নিজের লক্ষ্য সম্পর্কে রাকিটিস বলেন, গেল মৌসুমে আমরা দারুন ছন্দে ছিলাম। সব ম্যাচেই নিজেদের সেরা ফুটবলই খেলার চেষ্টা করেছি। তাই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পেরেছি আমরা। আসন্ন মৌসুমেও আমাদের লক্ষ্য থাকবে ট্রেবল জয় করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ