1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

কোপা জিতে আমরা কিংবদন্তি হতে চাই

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১০৩ Time View

di mariyaগত ২২ বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত বছর বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে আলবিসেলেস্তেদের। তবে বছর ঘুরতেই এবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল।

শনিবার রাতে ফাইনালে চিলির বিপক্ষে জিতলেই ২২ বছরের শিরোপা খরা কাটবে আকাশী নীল জার্সিধারীদের। এবার কোপার শিরোপা জিতে কিংবদন্তি হতে চান অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসিরা।

১৯৯৩ সালে এই কোপাতেই সবশেষ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে তারা।

শনিবার চিলির বিপক্ষে ফাইনালে জিতলে উরুগুয়ের সমান সর্বোচ্চ ১৫ বার শিরোপা জেতার রেকর্ড গড়বেন আর্জেন্টাইনরা। সেই সঙ্গে কাটবে ২২ বছরের শিরোপা খরা। সুযোগটি হাতছাড়া করতে চান না ডি মারিয়া।

এ ব্যাপারে ডি মারিয়া বলেন, ফাইনালে পৌঁছনোটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাকে কাজে লাগাতে হবে। লক্ষ্যে পৌঁছতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই আমরা ইতিহাস রচনা করেছি। কিন্তু এবার ফাইনালে জিতে আমরা কিংবদন্তি হতে চাই। আশা করি আমরা এটা করতে পারব।

চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গত মৌসুমটা ভালো না কাটেনি ডি মারিয়ার। তবে জাতীয় দলের জার্সিতে বেশ ছন্দে আছেন এই আর্জেন্তাইন উইঙ্গার।

কোপার সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন ডি মারিয়া। গোল পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই তারকা ফুটবলার, ‘গোল পাওয়ার পর আমি খুবই খুশি। আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ