1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৭১ Time View

Copa_America1435530864লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকা। ১১ জুন থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৪তম আসর। দেখতে দেখতে টুর্নামেন্ট শেষের পথে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়েছে।

যোগ্যতা ও সামর্থের প্রমাণ দিয়ে সেমিফাইনালে উঠেছে চারটি দল। দলগুলো হলো-চিলি, পেরু, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে চারটি দল- ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া ও উরুগুয়ে।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে চিলি-পেরু এবং আর্জেন্টিনা-প্যারাগুয়ে। মঙ্গলবার ভোর থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে স্বাগতিক চিলি লড়াইয়ে নামবে পেরুর বিপক্ষে।

আর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে কোপার ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

পাঠকদের জন্য কোপা আমেরিকার ৪৪তম আসরের সেমিফাইনালের সময়সূচি তুলে ধরা হলো।

তারিখ              বার                 মুখোমুখি                  বাংলাদেশ সময়
৩০ জুন          মঙ্গলবার            চিলি-পেরু                 ভোর ৫.৩০টা।
১ জুলাই          বুধবার        আর্জেন্টিনা-প্যারাগুয়ে         ভোর ৫.৩০টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ