1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ব্রাজিলের বিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৯৫ Time View

paraguyaনেইমারকে ছাড়া কী ব্রাজিল জিততে পারে না ? গ্রুপ লিগের শেষ ম্যাচে নেইমারকে ছাড়াই ব্রাজিল জিতেছিল৷ কিন্তু সেটা অবশ্য বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকল৷ কোয়ার্টার ফাইনালে দেখা গেল অন্য ছবি ৷ টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হেরে কোপা থেকে বিদায় নিল দুঙ্গার দল৷ অনেকেই ভেবেছিলেন কোপার মেগা সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল৷ কিন্তু সেই স্বপ্নের ম্যাচ আপাতত দেখা হচ্ছে না বিশ্ব ফুটবল প্রেমীদের৷

এদিন  অবশ্য শুরু থেকেই বেশ তেতে ছিল দুঙ্গার ছেলেরা৷ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গোলের জন্য ঝাঁপাতে শুরু করে ব্রাজিল৷ গোল পেতে অবশ্য বেশি দেরি হয়নি তাদের৷ নেইমার ছিল না এদিনের ম্যাচে ৷ তার না থাকার জন্য তেতে ছিল গোটা দলটাই৷ ম্যাচের ১৫ মিনিটে জটলার মধ্যে থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন রোবিনহো৷ নেইমারের জমানায় প্রায় হারিয়ে গিয়েছিলেন এই স্ট্রাইকারটি ৷ এদিন অবশ্য গোল করে জানিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি৷

এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ব্রাজিল ৷ যদিও প্রথমার্ধে আর গোলের সংখ্যা বাড়েনি৷ বিরতিতে এক গোলেই এগিয়ে ছিল ব্রাজিল৷ কিন্তু বিরতির পরে দেখা গেল খেলা থেকে প্রায় হারিয়ে গেল দুঙ্গার ছেলেরা৷ ওই অর্ধে বরং প্যারাগুয়ে অনেক বুদ্ধি করে ফুটবল খেলল৷ ৭২ মিনিটে ডারলিস গঞ্জালেস পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান প্যারাগুয়েকে৷  নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ই ছিল ৷ এরপর টাইব্রেকারে হেরে কোপা থেকে বিদায় নেয় দুঙ্গার দল৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ