1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

দারুণ সূচনা ব্রাজিলের, অপরাজিত দুঙ্গা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৮৮ Time View

brazilঅপরাজিত দুঙ্গা৷ ২০১৪ বিশ্বকাপে লুই ফিলিপে স্কোলারির ব্রাজিলকে ঘরের মাটিতে ৭ গোল দিয়েছিল জার্মানি৷সেই ব্রাজিলই দুঙ্গার হাত ধরে নতুন জন্ম পেয়েছে৷ কোপা আমেরিকা শুরুর আগেই দশে দশ পেয়েছিলেন দুঙ্গা৷ প্রীতিম্যাচ-সহ আন্তর্জাতিক ১০টি ম্যাচের সবকটিই জিতে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ কোপা আমেরিকার শুরুতেও সেই জয়ের ধারাই বজায় থাকল৷ জোগা বোনিতো দেখতে রাত জেগেছিলেন ফুটবলপ্রেমীরা৷ ব্রাজিল ভক্তদের হতাশ করেনি সেলেকাওবাহিনী৷ পেরুকে মাটি ধরিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল নেইমার অ্যান্ড কোম্পানি৷

বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির তেমুকো শহরে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে এগিয়ে যায় পেরু।

পেরুকে ২-১ গোলে হারাতে বেশ বেগ পেতে হয়েছে নেইমার, ডেভিড লুইস, ফ্রেডদের৷ ব্রাজিলকে হাড্ডাহাড্ডি লড়াই দিল পেরু৷ খেলার শুরু এগিয়ে গিয়েও ইনজুরি টাইমের গোলে পরাস্ত হল গ্রুপ সি-এর দলটি৷ তারদেলি ও নেইমারকে সামনে রেখে ৪-৪-২ ছকে দল সাজিয়ে ছিলেন দুঙ্গা৷ পেরু নামে ৪-২-৩-১ ছকে৷ ব্রাজিলীয় গোলকিপার জেফারসনের ভুল পাসকে কাজে লাগিয়ে খেলা শুরুর ৩ মিনিটেই ব্রাজিলের জালে বল ঢুকিয়ে দেন কুয়েভা৷ ২মিনিট পর ড্যানি অ্যালভেসের ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনা স্ট্রাইকার নেইমার৷এরপর সারা ম্যাচে পেরুর ডেরায় একাধিকবার হানা দিয়েও গোল করতে পারেননি ব্রাজিলীয় ফুটবলাররা৷ পেরুর ডিফেন্সের কাছে বারবার প্রতিহত হয়েছেন নেইমাররা৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল পোস্টারবয়ের অনবদ্য পাস থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা ডগলাস কোস্তা৷ এদিন ম্যাচ জিতলেও দলে অতিরিক্ত নেইমার নির্ভরতা চিন্তায় রাখতে পারে কোচ দুঙ্গাকে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ