1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য বিশেষ ১৯ সুবিধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ১৪৬ Time View
pm.secজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ ১৯টি বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে। মঙ্গলবার থেকে এ সুযোগ-সুবিধা কার্যকর করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে সরকারি আদেশ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯’ এর ধারা ৪-এর উপধারা (৩) প্রদত্ত ক্ষমতাবলে সরকার জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কিছু সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে। এটি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী ‘জাতির পিতার পরিবারের সদস্যরা হচ্ছেন- জাতির পিতার দুই কন্যা এবং তাহাদের সন্তানরা।
সুবিধাগুলো মধ্যে রয়েছে, জাতির পিতার পরিবার-সদস্যগণের সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান। এজন্য তাদের বাসভবন, ভবনের আশপাশের ভবনে নজরদারি থাকবে। আবাসস্থলে কোনো ব্যক্তি বা বস্তু প্রবেশের আগে পরীক্ষা করা হবে। আবাসস্থল থেকে তাত্ক্ষণিকভাবে বের হওয়ার জন্য এক বা একাধিক বিশেষ নির্গমন পথের ব্যবস্থা করা হবে। আবাসস্থলে সার্বক্ষণিক প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রাখা হবে।
আদেশে বলা হয়, তাদের আবাসস্থলের পাশের কোনো ‘ভবন, স্থাপনা বা অবস্থান’ হতে ‘কোনো প্রকার হুমকি সৃষ্টির মতো অবস্থা থাকলে তা অপসারণ কিংবা পরিবর্তন করা হবে। আবাসস্থলের চারপাশে সুউচ্চ ভবনে বসবাসকারীদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হবে। এছাড়া তাদের আবাসস্থলে সার্বক্ষণিকভাবে ফায়ার সার্ভিস  গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের মালিকানাধীন আবাসস্থলের মেরামত, সমপ্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় ব্যবস্থা নেবে সরকার। একজন ড্রাইভার ও প্রয়োজনীয় জ্বালানিসহ গাড়ির সুবিধা দেবে সরকার।
তাত্ক্ষণিক চিকিত্সা দেয়ার জন্য বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বাসভবনে সাসার্বক্ষণিক ও স্বয়ংসম্পূর্ণ চিকিত্সা অ্যাম্বুলেন্স রাখা হবে । দেশে-বিদেশে সরকারি খরচে তাদের চিকিত্সার ব্যবস্থা করা হবে। তাদের গ্যাস, পানি, বিদ্যুত্ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেটের খরচও দিবে সরকার।
এছাড়া তাদের জন্য সরকারি খরচে একজন ব্যক্তিগত সহকারী, দুই জন বেয়ারা, একজন বাবুর্চি, একজন মালি ও একজন ঝাড়ুদার নিয়োগ করা হবে।
এ সবের বাইরেও অন্য কোনো প্রকার ‘সহায়তা বা আনুষঙ্গিক সরঞ্জাম বা দ্রব্যাদির প্রয়োজন’ হলে সরকারের অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাকে তা প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ