1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

মালয়েশিয়ায় গণকবরের সন্ধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০১৫
  • ১১৯ Time View
1432447106মালয়েশিয়ার পাদাং বেসার এলাকায় গণকবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, সেখানে কয়েকশো বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীর মৃতদেহ রয়েছে। খবর: রয়টার্স ও স্টার অনলাইন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত মালয়েশিয়ার উত্তরাঞ্চলের পারলিস প্রদেশে ৩০টির মতো গণকবরের সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে শত শত মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা  হচ্ছে।
এর আগে স্টার অনলাইন সূত্রের বরাত দিয়ে গণকবরের সন্ধানের কথা জানিয়েছে। সেখানে প্রায় ১০০ রোহিঙ্গার কবর রয়েছে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্র জানিয়েছে, পুলিশ কমান্ডো ও ফরেনসিক বিশেষজ্ঞরা শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। ঠিক কোন জায়গায় গণকবরের সন্ধান পাওয়া গেছে তা ঐ সূত্র নির্দিষ্ট করে বলেনি। তবে সীমান্তবর্তী শহর পাদাং বেসারের দিকে ফরেনসিক ও পুলিশের গাড়ি যেতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ঠিক কতোটি গণকবর পাওয়া গেছে সে সংখ্যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনকি সেখানকার মৃতদেহগুলো যে রোহিঙ্গাদের তাও নিশ্চিত নয়।
গণকবরের বিষয়ে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান স্রি খালিদ আবু বকর সোমবার সংবাদ সম্মেলন করতে পারেন বলে সূতের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে।
পাদাং বেসারের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল পাহাড়ি এলাকায় অবস্থিত এবং সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, পাদাং বেসারে গণকবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু থাইল্যান্ড নয়, রোহিঙ্গারা যে কোনো জায়গায় মারা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ