1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সৌদি আরবে হামলার দায় স্বীকার করলো আইএস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০১৫
  • ১৩০ Time View

1432353189সৌদি আরবের একটি শিয়া মসজিদে আত্মঘাতি বোমা হামলা চালিয়ে ২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এই হামলায় অন্তত আরো শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়।

সৌদি আরবের শিয়া মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলে আইএস-এর হামলা করার কোনো ঘটনা এটিই প্রথম।

সৌদি আরবের শিয়া মসজিদে হামলাকারী ব্যক্তির একটি ছবি টুইটারে প্রকাশ করে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট অনলাইনে প্রকাশিত সেই ছবির পাশে তারা লিখেছে, ‘খিলাফতের সৈনিক’ এই হামলার পিছনে ছিল। হামলাকারীর নাম আবু আমের আল-নাজদি বলে উল্লেখ করা হয়েছে। সেই বার্তায় আইএস আরো বলেছে, শিয়া সম্প্রদায়ের জন্য ‘অন্ধকার দিন আসছে’।
তবে, যারাই এই হামলা করুক না কেন তাদেরকে খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, শুক্রবারে জুমার প্রার্থনা চলার সময় আল-কাদেহ্ গ্রামের ইমাম আলী মসজিদে এক বিরাট বিস্ফোরন হয়।
সৌদিতে বসবাসরত শিয়া মুসলিমদের উপরে হামলা করা হবে বলে আইএস আগে থেকেই হুমকি দিয়ে আসছিলো। সৌদি আরবের আইএস শাখা গত নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়, এবং সৌদি আরবের শিয়া মুসলিমদের হুমকি দিয়ে গতবছরই আইএস-এর পক্ষ থেকে একটি অডিও বার্তা-ও পাঠানো হয়। তবে সেখানে এটাই প্রথম ঘটনা। শুক্রবারের হামলাটি এমন একটি সময়ে হলো, যখন সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর একটি জোট শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ