1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য মিয়ানমারকে বলবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ১১৯ Time View

1432229444দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে সমুদ্রে ভাসমান বাংলাদেশি-রোহিঙ্গাদের জীবন বাঁচাতে ও মানবপাচার বন্ধে রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টা চায় আন্তর্জাতিক সম্প্রদায়। এ অবস্থায় সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের উদ্ধার ও তাদের জরুরি ত্রাণ সরবরাহের কাজে বাংলাদেশকে সহযোগিতা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাবে যুক্তরাষ্ট্র। এদিকে সমুদ্রে ভেসে থাকা প্রায় সাত হাজার মানুষকে আশ্রয় দেয়ার ঘোষণার পর এবার তাদের উদ্ধারে অভিযান চালাবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ অভিযান চালানোর ঘোষণা দেন। অন্যদিকে, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে। গতকাল এক বাংলাদেশিসহ সন্দেহভাজন নয় পাচারকারীকে আটক করেছে থাইল্যান্ডের পুলিশ। আন্দামান সাগরে অনিশ্চয়তায় দিন কাটানো ভাসমান মানুষগুলোকে উদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ইতিমধ্যে তারা সাত হাজার অবৈধ অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে। এসব মানুষের জীবন বাঁচাতে রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (যুক্তরাষ্ট্রের সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিয় প্রেস ব্রিফিংয়ে অন্যান্য ইস্যুর সঙ্গে উঠে আসে সুমদ্রে ভাসমান মানুষের ইস্যুটি। দপ্তরের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, সমুদ্রে ভাসমান অভিবাসীদের সমায়িকভাবে আশ্রয় দেয়ার ব্যাপারে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সিদ্ধান্ত কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এক প্রশ্নের জবাবে হার্ফ বলেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে অবস্থান করছেন। বুধবার তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহের কথা জানিছেন। ব্লিনকেন তার সফরের অংশ হিসেবে মিয়ানমারে যাবেন। দেশটিতে অবস্থানকালে তিনি সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের উদ্ধার ও তাদের জন্য জরুরিভাবে ত্রাণ সরবরাহের কাজে বাংলাদেশকে সহযোগিতা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ