1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

মনমোহনের পাশে সোনিয়া : পথে নামলো কংগ্রেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ৯৭ Time View

কয়লার ব্লক বণ্টন মামলায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আদালতের সমন নিয়ে দলের সভানেত্রী সোনিয়ার গান্ধীর নেতৃত্বে পথে নামলো কংগ্রেস।

দিল্লিতে দলের সদর দফতর থেকে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে তার বাসভবন পর্যন্ত মিছিল করলেন কংগ্রেস সংসদ সদস্যরা ও নেতারা।

মিছিলে সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রায় সব শীর্ষ নেতা।

এ সময় সোনিয়া দাবি করেন, মনমোহন সিংহ ষড়যন্ত্রের শিকার। শুধু ভারতই নয়, বিশ্বে তার ভাবমূর্ত্তি উজ্জ্বল।

সোনিয়া জানান, সাবেক প্রাধনমন্ত্রীর পাশে সর্বতোভাবে আছে কংগ্রেস। তার সততা নিয়ে কোনো সংশয় নেই। তাই লড়বেন আইনি পথেও।

কয়লা খনি বণ্টন দুর্নীতি মামলায় মনমোহন ছাড়াও ‘হিন্দালকো’ সংস্থার চেয়ারম্যান তথা শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, সাবেক কয়লা সচিব পি সি পরাখসহ ৬ জনকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক ভরত পরাশর।

২০০৫ সালে কয়লা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে হিন্দালকোকে নিয়মবিরুদ্ধভাবে উড়িষ্যার একটি কয়লা খনি পাইয়ে দেয়ার ক্ষেত্রে মনমোহন বাড়তি সক্রিয়তা দেখিয়েছিলেন বলে অভিযোগ।

বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন আইনে মনমোহনকে অভিযুক্ত করা হয়েছে। যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

এ ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। কংগ্রেসের দাবি, মনমোহন সিংহর সততা ও নিরপেক্ষতা প্রশ্নাতীত।

এসবই আসলে বিজেপির জমি বিল থেকে নজর ঘুরিয়ে দেয়ার চেষ্টা বলে কংগ্রেসের অভিযোগ। মনমোহনের মন্ত্রিসভার সাবেক সতীর্থরাও তার পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, শেষ পর্যন্ত কোনো অভিযোগই ধোপে টিকবে না।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, মনমোহন সিংহ দুর্নীতিতে জড়িত বলে দেশের কেউ বিশ্বাস করে না। আমরা সর্বশক্তি দিয়ে ওকে রক্ষা করবো।

বিজেপি অবশ্য দাবি করেছে, এর মধ্যে কোনো প্রতিহিংসা নেই। কংগ্রেসের পাপের জন্য মনমোহনকে এসবের মুখে পড়তে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ