1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

পাতানো ম্যাচে জড়িত ভারত!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

rainaবিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। পাকিস্তানের পর গতবারের চ্যাম্পিয়নদের কাছে নাকানি চুবানি খেয়েছে  দক্ষিণ আফ্রিকা। এ দুটি ম্যাচ দেখেই ভারতীয়দের চলতি বিশ্বকাপে ফেভারিট ভাবছেন অনেকে। আরব আমিরাত ম্যাচের আগে ক্রিকেটাররাও রয়েছেন ফুরফুরে। ঠিক এই সময়ে ভারতীয় ক্রিকেটারদের দিকে আঙ্গুল তুললেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সদস্য শামি সিলভা। তিনি দেশটির নতুন ক্রীড়া মন্ত্রী নাভিন দিশানায়েকের কাছে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেটারদের ওপর ম্যাচ ফিক্সিং তদন্ত করার অনুরোধ করেছেন। নতুন করে তদন্ত করার অনুরোধ করা হলেও অভিযোগটি কিন্তু পুরনো। ২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত এশিয়া কাপ চলাকালীন সময়ে ভারতীয় এক ক্রিকেটার এক নারীর সঙ্গে হোটেলে রাত যাপন করেন। ধারণা করা হয়, ওই  মহিলার সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ ছিল।  সিসি টিভির ফুটেজের মাধ্যমে দেখা যায় ক্রিকেটারটি ছিলেন সুরেশ রায়না। পরে বিসিসিআই প্রেসিডেন্ট সেই নারীকে সুরেশ রায়নার এজেন্ট বলে পরিচয় দেন। ২০১০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল- এমনটাই ধারণা করছেন শামি সিলভা। সিলভা তার চিঠিতে আরো লিখেন,  ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত করা খুব জরুরি, অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়াতে তদন্তের দায়িত্ব নিরপেক্ষ ব্যক্তির ওপর ন্যস্ত করা উচিত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনায় আনা উচিত। আমি বিনীতভাবে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব তদন্তের জন্য একটি বিশেষ কমিটি নিয়োগ দেয়া হোক।’ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে থাকা বিচারপতি মুকুল মুদগাল কমিটির নজরেও ছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ব্রিটেনের ‘ডেইলি মিরর’ পত্রিকা দাবি করেছে মুদগাল কমিটিকে সহায়তা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পরে আবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মুদগাল কমিটির সহযোগিতা চাইলে তা পায়নি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিনিয়র কর্মকর্তা নিশান্ত রানাতুঙ্গা জানান, ‘ভারতীয় বোর্ড আমাদের জানায় মুদগাল কমিটিকে সহযোগিতা করতে। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত কমিটিকে জানাই আমরা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। কিন্তু তারপর তারা আর যোগাযোগ করেনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ