পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ফাইন ফুড লিমিটেডর চেয়ারম্যানসহ মোট ৬ জনকে ৩ কোটি ৩১ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার এসএসি’র ৪২৩ তম নিয়মিত কমিশন সভায় এ জরিমানা করা হয়।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন সুবিধাভোগি ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৩ (১) এবং বিধি ৪(১) ভঙ্গ করায় সুজিত সাহাকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৮ মোতাবেক ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
উপরোক্ত আইন ভঙ্গ করায় জুতন সাহাকে ৪৪ লাখ, মা সাহাকে ১ কোটি ৮৫ লাখ, শিউলি সাহাকে ১৭ লাখ, জয়দেব কুমার সাহাকে ১০ লাখ, শ্রিপ্ররা পালকে ২৫ লাখ জরিমানা করেছে এসইসি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সুজিত সাহার সঙ্গে ব্যক্তিগত সর্ম্পকের কারণে শেয়ার সংক্রান্ত অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে লেনদেন করিয়ে লাভবান করিয়ে দেওয়ায় সমপরিমানের অর্থ জরিমানা করা হয়েছে তাদেরকে।
এদিকে, বিনিয়োগ উপদেষ্টা বিধিমালা ২০১২ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। কমিশন সভায় এ অনুমোদন করা হয়। জনমত জরিপ করে বিষয়টি যাচাইয়ের পরই এটি বাস্তবায়ন করা হবে।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর খসড়া নীতিমালা তৈরি করে এ বিষয়ে গঠিত কমিটি কমিশনের কাছে জমা দেয়।
শেয়ারবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সুস্পষ্ট ধারণা ও দিকনির্দেশনা দিতেই ‘বিনিয়োগ উপদেষ্টা ’ চালু করা হচ্ছে।
এসইসি’র গত ৩৯১তম নিয়মিত কমিশন সভায় এ নীতিমালা প্রণয়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। ওই গঠিত কমিটিকে গত ২৪ নভেম্বর খসড়া নীতিমালা তৈরি করে এসইসি’র কাছে পেশ করে।
নীতিমালাটি প্রণয়নে গঠিত কমিটির আহ্বায়ক হলেন- এটিএম তারেকুজ্জামান(নির্বাহী পরিচালক), মাহাবুবুল আলম (পরিচালক) ও প্রদীপ কুমার বশাক (পরিচালক)।
এছাড়া সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করায় শংকর কুমার রায়, সামসুল আলম, শাহআলম মিন্টু, জাহাঙ্গীর আলম, সাজিয়া জেসমিন, আফজাল হোসাইন পিআইএফ সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড(স্টক ব্রোকার) আইএফআইসি লিমিটেড ব্যাংক লিমিটেড(স্টক ব্রোকার), ন্যাশনাল ব্যাংক লিমিটেড(স্টক ব্রোকার) এমএইচ চৌধুরী লিমিটেড এর প্রতি সতর্কীকরণ পত্র ইস্যুও সিদ্ধান্ত হয় কমিশন সভায়।