1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : ডি সুজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৫৬ Time View

47565_HASANA-1424507657ঢাকা সফররত ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ। আর দেশটির উন্নয়নের এই ধারা  অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

একইসঙ্গে এদেশের শান্তি ও গণতন্ত্র অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডি সুজা। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকের বিভিন্ন দিক সাংবাদিকদের জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির কথা তুলে ধরেন।

ডি সুজা বলেন, সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার যে সম্মান বাংলাদেশ অর্জন করেছে তা প্রশংসনীয়। আর এ অর্জন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাতেই এসেছে।

সংসদীয় গণতন্ত্রে কমনওয়েলথের ভূমিকার প্রশংসা করে এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ যে সহযোগিতা করে যাচ্ছে, তা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব আবুল কালাম আজাদ, সংসদ সচিব আশরাফুল মকবুল, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ব্রিটিশ হাউজ অব লর্ডসের  স্পিকার ব্যারোনেস ডি সুজা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দিবাগত রাত ১২টার পর শহীদ মিনারে যান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ