1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

মোদির নামাবলী বিক্রি ৪.৩১ কোটিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭৩ Time View

image_118464_0মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে গলাবন্ধ স্যুটটি নিয়ে এত হইচই, শেষমেশ তা বিক্রি হল ৪.৩১ কোটি রুপিতে। গুজরাটের সুরাটে তিন দিন ধরে চলা নিলামে স্যুটটি ওই দাম হেঁকে কিনে নেন হিতেশ লালজিভাই প্যাটেল নামে এক হিরে ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, এই টাকা গঙ্গা নদী পরিষ্কার করার প্রচারে ব্যবহৃত হবে।

স্যুটটি কিনে খুবই আনন্দিত হিতেশ। তিনি জানান, ‘স্যুটটি আমাদের অফিসে রেখে দেব। এটা সব সময় আমাদের মনে করাবে আমরা একটি অত্যন্ত ভালো কাজ করতে সাহায্য করলাম।’

প্রসঙ্গত, স্যুটটি নিয়ে বিরোধীদের নানা তির্যক মন্তব্য ওবামা সফর চলাকালীনই ভেসে এসেছে। সবাই বলেন, যে দেশে লাখ লাখ লোক খেতে পান না, দারিদ্র সীমার নীচে বসবাস করেন এক লোক, সেখানে দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ১০ লক্ষ্য টাকার স্যুট পরেন। সম্ভবত এ কারণেই ড্যামেজ কনট্রোল করতে আসরে নেমে পড়ে টিম বিজেপি। তাই সুরাটে নিলামের ব্যবস্থা করা হয় বলে অভিমত রাজনীতিবিদদের। শুধুমাত্র স্যুটই নয়, তার সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পাওয়া ৪০০টি উপহারও নিলামে ওঠানো হয়। নিলামের সব টাকাই গঙ্গা পরিষ্কার করার প্রচারে ব্যবহৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ