প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক চলছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসবভন গণবভনে এই বৈঠক শুরু হয়। এর আগে দুপুর ১টার দিকে গণভবনে পৌঁছান মমতা ব্যানার্জি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর মধ্যে তিস্তার পানি বণ্টন, স্থল সীমান্ত, সাংস্কৃতিক বিনিময় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে মমতার সফরসঙ্গী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মধ্যাহ্নভোজনেও অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।