আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করায় মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
শনিবার সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহীনিপাড়ার মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহিবুল হক আটকের পারটি নিশ্চিত করে জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। এই দিনে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা অনেকটাই বাধ্যতা মুলক।
শনিবার সকালে স্থানীয়রা পুলিশকে মোবাইলে জানান সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে পতাকা না উত্তোলন করার কারণ জানতে চাইলে তিনি এই প্রশ্নের কোনো উত্তর দিতে না পারায় আব্দুল জলিলকে আটক করে থানায় নিয়ে আসে।