1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

মার্চেই ঢাকায় আসছেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৫৭ Time View

47550_joysokorমার্চের প্রথম সপ্তাহেই ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। আনন্দ বাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটাই আভাস দেয়া হয়েছে।

সূত্রমতে, দেশজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঢাকা আসছেন ভারতের ওই শীর্ষ কূটনীতিক। ওই সফরের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। কংগ্রেস আমলের নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে গত ২৮শে জানুয়ারী নাটকীয়ভাবে বিদায় দিয়ে ওই পদে জয়শঙ্করকে বসায় বিজেপি সরকার।

তাকে দিয়েই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢাকা সফর নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু তিস্তাই নয়, বাংলাদেশের মানুষের মন জয় করতে স্থলসীমান্ত চুক্তিটি নিয়েও সরব হয়েছেন মমতা।

বলেছেন, ইতিমধ্যেই আমি স্থলসীমান্ত চুক্তিটি নিয়ে বিতর্ক মিটিয়ে দিয়েছি। রাজ্যসভায় সরকার শিগগিরই বিলটি পাস করিয়ে  নেবে। ছিটমহলবাসীদের পুনর্বাসন প্যাকেজটি এখন দেখা হচ্ছে। এটা একটা বড় কাজ হয়ে গেল।

আরও যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং ঘোষণা তিনি করেছেন, তার মধ্যে রয়েছে দুই বাংলার চলচ্চিত্র বিনিময়ের জন্য একটি যৌথ কমিটি গঠন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু, বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া মানুষের থাকার জন্য রাজারহাটের কাছে ‘বঙ্গবন্ধু ভবন’ গড়া ইত্যাদি।

কূটনীতিকরা মানছেন, মমতার এই  কোণঠাসা পরিস্থিতিকে সুকৌশলে কাজে লাগিয়েই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক জট খোলায় সাফল্য পেতে চাইছে বিজেপি। মমতা ঢাকায় আসার আগে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

মার্চের প্রথম সপ্তাহেই ঢাকায় আসছেন বিদেশসচিব এস জয়শঙ্কর। সন্দেহ নেই মমতার সফরের ইতিবাচক সুরটাই বয়ে নিয়ে চলবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ