ভারতের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৬ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে যায় পাকিস্তান। তবে এবার পরাজয়ের ব্যবধান আরো লজ্জাজনক। ১৫০ রানে ক্যারিবিয়ানদের কাছে হেরে মাঠ ছাড়ে মিসবাহ-আফ্রিদিরা। এই পরাজয়ের ফলে পাকিস্তানের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ কঠিনই হয়ে গেল।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩১০ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১৬০ রানে। ফলে ১৫০ রানের বড় জয় পায় প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের হয়ে উমর আকমল (৫৯), শোয়ের মাকসুদ (৫০) ও আফ্রিদি (২৮) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দু’অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেরোমি টেলর ও আন্দ্রে রাসেল তিনটি করে উইকেট লাভ করেন। সুলেমান বেন নেন দুটি উইকেট।