সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনটিতে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
শুক্রবার রাত ২টার দিকে শহরটির মেরিনা অঞ্চলে ৭৯ তলা ভবনটির ৫০ তলায় আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অঞ্চলের অন্যতম উঁচু আবাসিক ভবনটিতে বাস করে কয়েক হাজার মানুষ। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
২০১১ সালে এই ভবনটি নির্মাণ করা হয়। ১ হাজার ১০৫ ফুট উঁচু ওই আকাশচুম্বী ভবনে ৭৯টি ফ্লোর রয়েছে। ২০১২ সালেও একবার ভবনটিতে আগুনের ঘটনা ঘটে।