হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকার সন্দেহে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিএনপি-জামায়াতের১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপির ১০ জন ও একজন জামায়াতকর্মী।”
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।