বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদলের ২ কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের টিপু হাওয়ালাদার (৩৭) এবং একই উপজেলার গৈলা গ্রামের মোঃ কবীর হোসেন (৩৮)।
শুক্রবার রাত সোয়া ২টার দিকে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তাদের আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তাদের সহযোগীদের কাছে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আছে। তা উদ্ধারে শুক্রবার রাতে তাদের নিয়ে পুলিশ রাতে অভিযানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
একপর্যায়ে উভয়ের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে টিপু ও কবীর মারা যান এবং উপ-পরিদর্শক (এসআই) রাজু ও এসআই মোস্তাফিজুর রহমান আহত হন। আহতদের চিকিৎসা চলছে।
পুলিশের দাবি, নিহতদের বিরুদ্ধে হরতালে-অবরোধের সময় গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারার অভিযোগে থানায় মামলা ছিল।