1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

ইয়েমেনে বন্দুকযুদ্ধে তেলক্ষেত্রের ৪ নিরাপত্তা কর্মী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮০ Time View

yemen19ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় হাদ্রামাওত প্রদেশে উপজাতিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তেলক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সৈন্য নিহত হয়েছেন।

এক সামরিক কর্মকর্তা জানান, তেলক্ষেত্রের কাছে ওয়াদি দেওয়ান এলাকায় বুধবার এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সশস্ত্র উপজাতিরা সেনা ছাউনিতে রসদ ও খাদ্য সরবরাহ করা একটি সামরিক গাড়ি বহরে হামলা চালালে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে কয়েকজন হামলাকারী নিহত হয়। তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি।

শিয়া হুথি মিলিশিয়ারা এ মাসে রাজধানী সানায় তাদের অবস্থান শক্ত করার পর থেকেই ইয়েমেনে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

এছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতে সামরিক বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা বন্দুক হামলায় নিহত হয়েছেন।

সামরিক সূত্র জানায়, বন্দুকধারীরা মনসুরা এলাকায় কর্নেল মোহাম্মাদ আল-জাহরাবিকে লক্ষ্য করে একের পর এক গুলি করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ