1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

‘চলমান সহিংসতায় জাতিসংঘ উদ্বিগ্ন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

mun hasinaপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা বান কি মুনের চিঠি ২ দিন আগে তাদের হাতে এসেছে।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে শাহ্‌রিয়ার আলম জানান, ‘চিঠির প্রথম প্যারায় জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দৃশ্যত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অর্জন খুবই সন্তোষজনক। ২০১৫ সাল জাতিসংঘের জন্য খুবই গুরত্বপূর্ণ। এ বছরের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়সীমা শেষ হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যে উন্নতি করেছে তা যেন অব্যাহত থাকে এমনটাই চায় জাতিসংঘ।’
প্রতিমন্ত্রী আরো জানান, ‘চলমান সহিংসতায় যে জীবনহানি ও জনমনে ভীতি সৃষ্ট হয়েছে তা নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। জাতিসংঘ আশা করে, এ অবস্থা নিরসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজন করবেন। এ বিষয়ে সহযোগিতার জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তারানকোকে নিয়োজিত করা হয়েছে।’

এদিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও একটি চিঠি পাঠিয়েছেন বান কি মুন। তবে সে চিঠিতে কী বলা হয়েছে সে সম্পর্কে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এখনো জানানো হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ