ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তিরা হলেন মহেশপুরের আমিরুল ইসলাম ও ফয়জুল।
বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ বিএসএফের কাছ থেকে আনার প্রক্রিয়া চলছে।