ফের বিতর্কে জড়ালেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আেরএসএস) নেতা মোহন ভাগবত৷
সোমবার বিতর্ক উসকে দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই নেতা বলেন, “ভারত একটি হিন্দু রাষ্ট্র৷ ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে সব হিন্দুকে একত্র করতে হবে৷ সব হিন্দুর একজোট হওয়ার এটাই উপযুক্ত সময়৷ আমাদের দেশ উন্নত হলে, গোটা বিশ্ব উপকৃত হবে৷”
অতীতের কথা স্মরণ করে ভাগবত বলেন, “নানা প্রতিকূলতা পেরিয়ে গোটা হিন্দু সম্প্রদায়কে একছাতার তলায় আনতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একাধিক শাখা খুলেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার৷ তার সেই স্বপ্ন পূরণের এটাই সঠিক সময়৷ বহু আন্দোলন সংঘর্ষের বিনিময়ে তবেই আজ অনুকূল সময়ের সম্মুখীন হয়েছি আমরা৷ তাই এই সময়টাকেই কাজে লাগাতে হবে৷”